মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

অবশেষে ধরা ভুয়া এসপি মোজাম্মেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজেকে পরিচয় দিতেন কখনো উপসচিব, কখনো পুলিশ সুপার (এসপি) কিংবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। এক যুগের বেশি সময়ে দেশের বিভিন্ন এলাকায় অভিন্ন কায়দায় অসংখ্য প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসপি সেজে প্রতারণা করতে গিয়ে অবশেষে পুলিশের ফাঁদে ধরা পড়লেন প্রতারক মোজাম্মেল হক। রবিবার রাতে নগরের সদরঘাট থানার কামাল গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, ‘আটক মোজাম্মেল হক সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়া এবং স্কুল-কলেজে ভর্তি করানোর কথা বলে প্রতারণা করে আসছিলেন। কয়েক দিন আগে নিজেকে এসপি পরিচয় দিয়ে এক শিশুকে স্কুলে ভর্তি করার কথা বলে ১৬ হাজার টাকা হাতিয়ে নেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তাকে রবিবার রাতে গ্রেফতার করা হয়।’

ওসি নেজাম বলেন, ‘এক যুগের বেশি সময় ধরে নানা পরিচয়ে প্রতারণা করে আসছিলেন মোজাম্মেল। প্রতারণার জন্য নিজেকে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিতেন। ভিজিটিং কার্ডও তৈরি করেন। তার বিরুদ্ধে ২০০৮ সালের আরেকটি প্রতারণা মামলা রয়েছে। তার প্রতারণার বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদ করা হবে। এ জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর