বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামে কাউন্সিলর নিয়ে তোড়জোড়

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রামে কাউন্সিলর নিয়ে তোড়জোড়

চট্টগ্রামে পঞ্চম ধাপে নির্বাচন হচ্ছে ৪ পৌরসভায়। সেগুলো হলো- মিরসরাই, বারইয়ারহাট, রাউজান ও রাঙ্গুনিয়া। এর মধ্যে রাউজান পৌরসভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। মিরসরাই পৌরসভায়ও মেয়র ও দুই সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হতে যাচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য তিন পৌরসভায় নির্বাচন হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। স্থানীয় একাধিক নেতা-কর্মী জানান, মিরসরাই, বারইয়ারহাট ও রাঙ্গুনিয়ায় পৌর ভোটে হিসাব-নিকাশ হবে কাউন্সিলর পদে। আওয়ামী লীগ-বিএনপি থেকে মেয়র পদে একক প্রার্থী থাকায় নেতা-কর্মীরা কাকে ভোট দেবেন নিশ্চিত। তবে দোটানায় কাউন্সিলর পদ নিয়ে। ওয়ার্ডে ওয়ার্ডে প্রার্থীসহ সমর্থকরা করছেন ব্যাপক প্রচার-প্রচারণা ও উঠান বৈঠক। দলীয় প্রতীক না থাকায় কাউন্সিলরদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মিরসরাই পৌরসভার রিটার্র্নিং কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, মেয়র পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগের প্রার্থী গিয়াস উদ্দিন নির্বাচিত হতে যাচ্ছেন। সংরক্ষিত কাউন্সিলরের দুটি পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন।  বারইয়ারহাট পৌরসভার রিটার্নিং কর্মকর্তা আতাউর রহমান বলেন, মেয়র পদে নির্বাচন করছেন দুজন। তারা হলেন আওয়ামী লীগের রেজাউল করিম খোকন, বিএনপির দিদারুল আলম মিয়াজী। সাধারণ কাউন্সিলর পদে রয়েছেন ৫৩ ও সংরক্ষিত কাউন্সিলর পদে সাতজন। রাঙ্গুনিয়া পৌরসভার সহকারী রিটার্নিং কর্মকর্তা রকর চাকমা বলেন, মেয়র পদে দুজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৫ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আটজন নির্বাচন করছেন। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান মেয়র মো. শাহজাহান সিকদার এবং বিএনপি মনোনীত প্রার্থী হেলাল উদ্দিন শাহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর