বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

রংপুরের গঙ্গাচড়ায় মাদকের আখড়া

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের গঙ্গাচড়ায় মাদকের আখড়া

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন স্থানে মাদকের আখড়া গড়ে ওঠায় স্থানীয় এমপি ও জনপ্রতিনিধিদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। জানা গেছে, গঙ্গাচড়ার ভরসার বাজার, হাজী বাজার, বাগেরহাট, মণ্ডলেরহাট, শয়রাবাড়ী, নেংড়া বাজার, চন্দনেরহাটসহ ইউনিয়নগুলোর বিভিন্ন জায়গায় সহজেই পাওয়া যাচ্ছে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক। মাদক সেবন বিক্রি বৃদ্ধির কারণ হিসেবে স্থানীয়রা মনে করছেন, পুলিশের উদাসীনতা। এলাকাবাসীর অনেকেই জানান, দুপুর গড়িয়ে বিকাল হলেই রংপুর নগরসহ বিভিন্ন এলাকার মাদকাসক্ত মানুষ ছুটছেন মাদকের  খোঁজে গঙ্গচড়া উপজেলার বিভিন্ন এলাকায়। মাদকাসক্ত এক যুবক জানান,  ‘এখানে ফেনসিডিল খুব সহজে পাওয়া যায়। তাই শহর থেকে এখানে মাদক সেবন করতে আসি।’ স্থানীয় সংসদ সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিষয়টি শুনেছি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানা প্রশাসনের সহযোগিতা নিয়ে গঙ্গাচড়া উপজেলাকে শিগগিরই মাদক মুক্ত করা হবে।’ লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল-হাদী বলেন, ‘উপজেলা আইনশৃঙ্খলা সভায় গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্তকে বিষয়টি জানানো হলেও তিনি জানান- ধরতে না পারলে কী করব।’ গঙ্গাচড়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম জানান, মাদক নির্মূলে আমাদের দুটি টিম সার্বক্ষণিক কাজ করছে। মাদকের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর