বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

জনতা ব্যাংকের প্রথম নারী চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা আর নেই

নিজস্ব প্রতিবেদক

জনতা ব্যাংকের প্রথম নারী চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা আর নেই

জনতা ব্যাংক লিমিটেডের প্রথম নারী চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা আর নেই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার লাশ আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। লুনা শামসুদ্দোহার পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এ ছাড়া তিনি দোহাটেক নিউ মিডিয়া নামের একটি সফটওয়্যার ফার্মের চেয়ারম্যানও ছিলেন। তিনি ‘বাংলাদেশ ওমেন ইন টেকনোলজি’ (বিডব্লিউআইটি) বা প্রযুুক্তিতে বাংলাদেশি নারী’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ছিলেন। দেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড-২০১৭। এ ছাড়া নারী উদ্যোক্তা হিসেবে স্থানীয় সফটওয়্যার শিল্পে নিজের কাজের স্বীকৃতি হিসেবে অনন্যা টপ টেন অ্যাওয়ার্ড পান। লুনা সামসুদ্দোহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে ১৯৭৮ সালে এমএ ডিগ্রি অর্জন করেন।

এরপর একই বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

পরে ১৯৮৫ সালে যোগ দেন দ্য এক্সিকিউটিভ সেন্টারের ব্যবস্থাপনা সহযোগী হিসেবে। ১৯৯২ সালে দোহাটেক নিউ মিডিয়া প্রতিষ্ঠার মাধ্যমে তার ব্যবসায়িক জীবনের সূচনা ঘটে। দেশের শীর্ষস্থানীয় আইটি বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর