বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

২৬ হাজার রেজিস্টার্ড প্রাইমারি স্কুল জাতীয়করণের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

২৬ হাজার ১৯৩টি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের গেজেট দ্রুত প্রকাশের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ জন্য জাতীয়করণসংক্রান্ত গেজেটভুক্তির কাজে গতিশীলতা আনারও সুপারিশ করা হয়। একই সঙ্গে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোয় পাঠদানে গুণগত পরিবর্তন আনার সুপারিশ করে কমিটি। এ ছাড়া প্রশিক্ষণার্থী না থাকায় বন্ধ পিটিআইর কার্যক্রম দ্রুত চালুসহ বেসরকারি পিটিআইতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ গ্রহণ সুবিধা সহজ করার সুপারিশ করা হয়। সংসদ ভবনে গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, আলী আজম, বেগম শিরীন আখতার, বেগম ফেরদৌসী ইসলাম, কাজী মনিরুল ইসলাম বৈঠকে অংশ নেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে এ মন্ত্রণালয় ও অধস্তন দফতরসমূহের চলমান প্রকল্পগুলো বাস্তবায়নে গতিশীলতা আনার সুপারিশ করা হয়। দুর্যোগকালীন ও রোহিঙ্গা ক্রাইসিস শরণার্থী শিবিরের প্রাথমিক শিক্ষা সম্পর্কিত বিষয়ে আলোচনা শেষে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোয় পাঠদানে গুণগত পরিবর্তন আনার জন্য কমিটি সুপারিশ করে। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর