শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সরকার ও নগদকে নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

সরকার ও সরকারি সেবার বিরুদ্ধে গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছে একটি স্বার্থান্বেষী সংঘবদ্ধ চক্র। গত কয়েক দিনে সারা দেশে অন্তত ৩ লাখ লিফলেট বিতরণ করেছে চক্রটি। এ কাজে তারা ১০ হাজারের বেশি কর্মীকে সরাসরি নিয়োজিত করেছে। সংঘবদ্ধ চক্রের অপপ্রচার রোধে আইনি প্রতিকার চেয়ে গতকাল ঢাকা সিএমএম কোর্টে মামলা করেছে সরকারের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। মামলায় অজ্ঞাতনামা সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দিয়ে আগামী ২০ এপ্রিলের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মামলায় বলা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মতো বিভিন্ন কৌশলে এবং গোপনীয়তার সঙ্গে দেশব্যাপী এসব লিফলেট বিতরণ করছে সংঘবদ্ধ চক্রটি। লিফলেটগুলোয় সরকারকে সরাসরি হেয় প্রতিপন্ন করা হয়েছে। লিফলেটগুলোর সঙ্গে সম্প্রতি আলজাজিরা টেলিভিশনের প্রচারিত বিভ্রান্তিকর প্রতিবেদনের বাংলাকপি জুড়ে দেওয়া হয়েছে, যা ইতিমধ্যে উচ্চ আদালত দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। একই সঙ্গে সেনাপ্রধান ও সেনাবাহিনী এবং ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-কে হেয় প্রতিপন্ন করতে বিভিন্ন আন্ডারগ্রাউন্ট মিডিয়ার প্রতিবেদনের কপিও এতে সুকৌশলে জুড়ে দিয়েছে চক্রটি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর