শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

মেঝেতে গলাকাটা অবস্থায় গৃহকর্মী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

গলায় ছুরিকাঘাতে আহত কুলসুম আক্তার (১৬) নামে এক গৃহকর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক। গতকাল সকালে রাজধানীর নয়াপল্টন থেকে ওই গৃহকর্মীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা বিভাগে ভর্তি করা হয়েছে। ঢামেকে ফেরদৌসি আক্তার নামে এক গৃহকর্ত্রী জানান, বুধবার রাতে সবাই ঘুমিয়েছিলেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে তাদের বড় ছেলের স্ত্রী আকলিমা আক্তার রান্নাঘরে গিয়ে কুলসুমকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা কুলসুমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কুলসুমের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রক্তে তার পুরো শরীর ভিজে গেছে। ওই বাসার মেইন দরজা খোলা ছিল। কীভাবে কী হয়েছে তা তারা বলতে পারছেন না। জানা গেছে, কুলসুমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। তিনি গৃহকর্ত্রী ফেরদৌসিদের বাসায় দুই বছর ধরে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। ঢামেক হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, কুলসুমের শ্বাসনালি গভীরভাবে কেটে গেছে। তারা সেটি সেলাই করার চেষ্টা করছেন। শ্বাস নেওয়ার জন্য তার গলায় একটি কৃত্রিম নল লাগানো হয়েছে। তার অবস্থা খুবই গুরুতর। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, এ ঘটনা কে ঘটিয়েছে তা কিছু জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর