শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

শিল্পকলা একাডেমির অনুষ্ঠানমালা আজ থেকে

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলা একাডেমির অনুষ্ঠানমালা আজ থেকে

আজ দেশের সংস্কৃতিচর্চার জাতীয় প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশব্যাপী সংস্কৃতিচর্চার বিকাশ ও প্রসারে ১৯৭৪ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন। দিবসটি উদযাপনে দুইদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে শিল্পকলা একাডেমি। এছাড়া আরও থাকছে একাডেমির সব বিভাগ ও শাখার কার্যক্রমের সপ্তাহব্যাপী প্রদর্শনী। সকাল ১০টায় একাডেমির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠানমালা। এরপর বিকাল ৪টায় জাতীয় চিত্রশালা ভবনের ২ ও ৩ নম্বর গ্যালারিতে শুরু হবে একাডেমির সব বিভাগ ও শাখার কার্যক্রমের সপ্তাহব্যাপী প্রদর্শনী। এটি চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সন্ধ্যা ৬টায় একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণের নন্দনমঞ্চে থাকছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। কাল শনিবার সন্ধ্যা ৬টায় একই মঞ্চে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।গ্যালারি চিত্রকে প্রদর্শনী : আজ ষাট বছরে পা দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ডিন নিসার হোসেন। এ উপলক্ষে ‘ষাট বছরের খতিয়ান’ শিরোনামের চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে গ্যালারি চিত্রক। শিল্পীর বিভিন্ন সময়ের আঁকা শতাধিক চিত্রকর্ম দিয়ে সাজানো থাকবে মাসব্যাপী এ প্রদর্শনীতে। প্রকাশ হলো ‘আনিসুজ্জামান’ জীবনীগ্রন্থ : প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের ৮৪তম জন্মবার্ষিকীতে প্রকাশিত হলো ‘আনিসুজ্জামান’ শীর্ষক জীবনীগ্রন্থ। এম আবদুল আলীম রচিত এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা স্টুডেন্ট ওয়েজ। গতকাল সন্ধ্যায় রাজধানীর শাহবাগের পাঠক সমাবেশে এক অনুষ্ঠানের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিদ্দিকা জামান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর