শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামে বইমেলা নিয়ে সিদ্ধান্তহীনতা

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

করোনাভাইরাসের পরিস্থিতির কথা বিবেচনা করে এবারের ঢাকা বইমেলা শুরু হবে আগামী ১৮ মার্চ, শেষ হবে ১৪ এপ্রিল। কিন্তু চট্টগ্রামের বইমেলা নিয়ে এখনো কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। ফলে এবার বইমেলা হওয়া না হওয়া নিয়ে এখনো দুদোল্যমান অবস্থায় আছে চট্টগ্রাম বইমেলা কর্তৃপক্ষ। এর আগে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে বইমেলা অনুষ্ঠিত হয়েছিল। জানা যায়, চট্টগ্রামে একটি সমৃদ্ধ বইমেলা হোক- এ প্রত্যাশা দীর্ঘদিনের। তবে ২০১৯ সালে প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও সৃৃজনশীল প্রকাশক পরিষদের যৌথ উদ্যোগে বইমেলা অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের অভিজ্ঞতাকে পুঁজি করে ২০২০ সালেও অনুষ্ঠিত হয় বইমেলা। কিন্তু এবার ১৫ ফেব্রুয়ারি চসিকে নতুন মেয়রের দায়িত্ব গ্রহণ করেন। এখন পর্যন্ত বইমেলার মতো গুরুত্বপূর্ণ এবং জনসম্পৃক্ত বিষয় নিয়ে আলোচনা হয়নি। সঙ্গে আছে করোনার প্রাদুর্ভাব। তাই এখনো সিদ্ধান্ত নিতে নেওয়া হয়নি। আপন আলোর প্রকাশক অধ্যাপক শামসুদ্দিন শিশির বলেন, ‘আমরা চাই, ঢাকায় যেমন করোনা বিবেচনায় রেখে স্বাস্থ্যবিধি মেনে বইমেলা অনুষ্ঠিত হবে, তেমনি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামেও বইমেলা হোক। কারণ এটি বাঙালির প্রাণের মেলা।’ বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব ও চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া বলেন, নতুন মেয়র দায়িত্ব গ্রহণ করে মাত্র চার দিন অফিস করেছেন। এর মধ্যে চসিকের নানা বিষয় নিয়ে বৈঠক ও সিদ্ধান্ত হয়েছে। তবে বইমেলার বিষয়ে এখনো সেভাবে আলোচনা হয়নি। তাই এ ব্যাপারে এখনো কিছু বলা যাচ্ছে না।

জানা যায়, স্বাধীনতার প্রায় পাঁচ দশক পার করলেও ঢাকার বাংলা একাডেমির আদলে চট্টগ্রামে পরিপূর্ণ কোনো বইমেলার আয়োজন হয়নি। ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর নগরের পৃথক পৃথক স্থানে বইমেলার আয়োজন করা হলেও সেগুলো পূর্ণতা পায়নি। প্রতিটি মেলাই ছিল প্রায় লেখক, পাঠক ও দর্শকশূন্য। তবে ২০১৯ সালে প্রথমবারের মতো চসিকের উদ্যোগ ও সৃজনশীল প্রকাশক পরিষদের সহযোগিতায় বড় পরিসরে মেলা আয়োজনের সূচনা করে। প্রথম বছরই মেলায় পাঠক-দর্শকের আশানুরূপ সাড়া মেলে। ২০২০ সালেও বইমেলা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিদিনই লেখক, পাঠক ও প্রকাশকদের মিলনমেলা বসত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর