শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

কেরানীগঞ্জে তিনতলা ভবন হঠাৎ উপড়ে পড়ল ডোবায়

প্রতিদিন ডেস্ক

কেরানীগঞ্জে তিনতলা ভবন হঠাৎ উপড়ে  পড়ল ডোবায়

কেরানীগঞ্জের চরাইলে গতকাল ধসে পড়েছে একটি তিন তলা বাড়ি -বাংলাদেশ প্রতিদিন

ঢাকার কেরানীগঞ্জের চরাইল এলাকায় একটি তিনতলা ভবন উল্টে পড়েছে পাশের ডোবায়। গতকাল সকালে এ ঘটনায় সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। বিডিনিউজ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম গণমাধ্যমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে ভবনটি একদিকে কাত হয়ে যায় এবং পাশের ডোবায় উল্টে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকর্মীরা যে সাতজনকে আহত অবস্থায় বের করে এনেছেন তাদের মধ্যে দুজন নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। লিমা খানম জানান, পূর্ব চরাইল খেলার মাঠের কাছে ওই বাড়িতে দোতলার ওপরে টিনের ছাউনি দিয়ে আরেক তলা তোলা হয়েছিল। ভবনটি নির্মাণের ক্ষেত্রে নিয়ম মানা হয়েছিল কি না, যথাযথ অনুমোদন ছিল কি না সেসব তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লিমা খানম বলেন, ‘ভবনে আর কেউ নেই বলে জানাচ্ছেন বাড়ির মালিক। আর কারও মৃত্যুর তথ্য আমরা পাইনি। ভিতরে আর কেউ আটকা পড়েছেন কি না, আমাদের কর্মীরা তা সার্চ করে দেখছেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর