শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে মন্তব্য আমীর খসরুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে মন্তব্য আমীর খসরুর

দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে কারাবন্দী বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। আমীর খসরু বলেন, ‘আলজাজিরাতে মানুষ দেখেছে কীভাবে দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে। ক্ষমতা ধরে রাখার জন্য এবং দুর্নীতি লুটপাট করার জন্য কীভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে তা আলজাজিরার প্রতিবেদনে প্রমাণ হয়েছে। দেশে বর্তমানে ক্ষমতা ও অর্থের ভাগ-বাটোয়ারার মহোৎসব চলছে। এ ধরনের কর্মকান্ড মাফিয়া রাষ্ট্রের সংজ্ঞাতেই পড়ে। যার অন্যতম শিকার আসলাম চৌধুরী।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, বিএনপি নেতা ভিপি নাজিম উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, মোস্তাক আহম্মেদ খান, মঞ্জুর আলম মঞ্জু এবং কাজী সালাউদ্দিন প্রমুখ। আমীর খসরুর দাবি, আসলাম চৌধুরীকে নিয়ে গত পাঁচ বছর ধরে যা হচ্ছে তা যদি আমরা পুরোপুরি জানতে পারি এবং বিশ্লেষণ করি তাহলে বোঝা যাবে দেশে আসলে কী হচ্ছে। তাকে দফায় দফায় রিমান্ডে এনে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। যে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সেগুলোর ছয় মাসের মধ্যে জামিন হয়ে গেছে। কিন্তু মুক্তি না দিয়ে তাঁকে শতাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়। অন্যায়ভাবে আসলাম চৌধুরীকে কারাগারে আটক করে রাখা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর