শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভাষাসৈনিক এ কে এম শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী আজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ভাষাসৈনিক এ কে এম শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী আজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ভাষাসৈনিক ও স্বাধীনতা পদকে (মরণোত্তর) ভুষিত এ কে এম শামসুজ্জোহার ৩৪তম মত্যুবার্ষিকী আজ। তিনি ছিলেন একাধারে আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, গণপরিষদের সদস্য ও স্বাধীনতা-পরবর্তী জাতীয় সংসদ সদস্য। মরহুম এ কে এম শামসুজ্জোহা এ দেশের অন্যতম ঐতিহ্যবাহী ওসমান পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম জননেতা খান সাহেব ওসমান আলীও ছিলেন একজন ভাষাসৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক এম এন এ। ঐতিহ্যবাহী এই পরিবারের আদি নিবাস নারায়ণগঞ্জের ‘বায়তুল আমান ভবন’ আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার বীজ বপন করা হয়েছিল। এদিকে দিনটি উপলক্ষে আজ মরহুমের পরিবার ও নারায়ণগঞ্জ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন দিনভর কর্মসূচি পালন করবে। পরিবারের পক্ষ থেকে আজ সকাল ১১টায় বন্দরের মুছাপুরস্থ শামসুজ্জোহা বি এম উচ্চ বিদ্যালয়ে এবং বাদ আছর নারায়ণগঞ্জ মাসদাইর কবরস্থান জামে মসজিদে মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের রাজনৈতিক সহকর্মী, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাক্সক্ষীদের মিলাদ ও দোয়ার মাহফিলে অংশগ্রহণ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে মেজো ছেলে সেলিম ওসমান এমপি ও ছোট ছেলে আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান এমপি সবাইকে আকুল আবেদন জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর