সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

শ্রদ্ধা ভালোবাসায় শহীদদের স্মরণ

প্রতিদিন ডেস্ক

শ্রদ্ধা ভালোবাসায় শহীদদের স্মরণ

শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হলো বীর ভাষাশহীদদের। মায়ের ভাষা বাংলাকে রক্ষা করতে যাঁরা অকাতরে বিলিয়ে দিয়েছিলেন প্রাণ সেসব সাহসী সন্তানের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনার। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ- সিলেট : সব ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতের দাবি ও ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সিলেটে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরেই পুষ্পশ্রদ্ধায় শহীদ মিনারের বেদিমূল ঢেকে যায় ফুলে ফুলে। এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া প্রহরায় শহীদ মিনার চত্বরসহ আশপাশ এলাকায় নেওয়া হয় নিন্ডিদ্র নিরাপত্তাব্যবস্থা। পুরো শহীদ মিনার এলাকা রাখা হয় সিসি ক্যামেরার আওতায়। অন্যদিকে সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের প্রাঙ্গণে ও দেয়ালে হাত ধোয়ার জন্য বেসিন ও লিকুইড সাবান রাখা হয়। রাখা হয় ২ হাজার মাস্ক। চট্টগ্রাম : করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রামের নানা শ্রেণি-পেশার মানুষ। একুশের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সশস্ত্র অভিবাদন জানানো হয়। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রামের মেয়র মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। সকালে আলো ফুটতেই কেন্দ্রীয় শহীদ মিনারে আবারও ফুল হাতে ভিড় করে শিশু-কিশোর থেকে সর্বস্তরের মানুষ। সকালে শাহ আমানত মার্কেটের সামনে ‘একুশ মানে মাথা নত না করা’ শিরোনামে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ। দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে কথামালা ও আবৃত্তি অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ, চট্টগ্রাম জেলা শাখা। বরিশাল : বরিশালে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গতকাল সকাল থেকেও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, অন্যান্য প্রতিষ্ঠান এবং ব্যক্তিপর্যায়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। একুশের অনুষ্ঠানমালার নিরাপত্তায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মোতায়েন ছিল বিপুলসংখ্যক পুলিশ। এ ছাড়া বিভিন্ন পর্যায়ে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়। খুলনা : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনায় ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল প্রথম প্রহরে খুলনা শহীদ হাদিস পার্কে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিকে, খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে ‘বায়ান্ন থেকে একাত্তর : উৎস থেকে মোহনায়’ শীর্ষক ওয়েবিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী : শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে সব ক্ষেত্রে বাংলা ভাষা প্রচলনের দাবি জানিয়েছে রাজশাহীর মানুষ। একুশের প্রথম প্রহরে রাজশাহীর বিভিন্ন শহীদ মিনারে সব শ্রেণির মানুষের ঢল নামে। ভোর পেরিয়ে সকাল হতেই নানা রং আর ফুলে ভরে ওঠে শহীদবেদি। অমর একুশে স্মরণে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন স্বাস্থ্যবিধি মেনেই প্রভাতফেরি বের করে। তবে লোকসংখ্যা ছিল কম। গাজীপুর : গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। দিবসের প্রথম প্রহরে গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে ভাষাশহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। রংপুর : দিবসের প্রথম কর্মসূচি হিসেবে রাত ১২টা ১ মিনিটে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাত সাড়ে ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পুষ্পমাল্য অর্পণ করতে আসা হাজারো মানুষের পদচারণে মুখর হয়ে ওঠে। প্রথম প্রহরে শহীদ মিনারে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার ফুলে শুরু হয় শ্রদ্ধাঞ্জলি নিবেদন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা পুষ্পস্তবক নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ময়মনসিংহ : বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় স্মরণ করা হেন্ডেয়ছে বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের। শ্রদ্ধার ফুলে ছেয়ে গেছে মহানগরের টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর