সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে রূপগঞ্জে সংঘর্ষ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জে একুশের শহীদ মিনারে আগে-পরে পুষ্পস্তবক দেওয়া নিয়ে পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীকের উপস্থিতিতে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। গতকাল  সকালে উপজেলার তারাব পৌরসভার সুলতানা কামাল সেতু-সংলগ্ন শহীদ মিনারে এই সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মন্ত্রী শহীদ মিনারে পুষ্পস্তবক দিতে যাওয়ার সময় তারাব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন ফরাজি ফুল দিতে তার লোকজন নিয়ে শহীদ মিনারের সামনে অবস্থান করেন। তারাব পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং তার লোকজনও ফুল দেওয়ার জন্য ওখানে অবস্থান নেন। কারা আগে ফুল দেবেন এ নিয়ে শুরু হওয়া বাদানুবাদ একপর্যায়ে কিলঘুসিতে রূপ নেয়। একপর্যায়ে উভয় গ্রুপের লোকজনই পাট ও বস্ত্রমন্ত্রীর উপস্থিতিতে একে অপরকে কিলঘুসি মেরে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নাঈম, তানহা, অপু, রোবেলসহ অন্তত ১২ জন নীলাফুলা জখম হয়েছেন বলে জানা গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শেষতক পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, হাতাহাতির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর