সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা

গণতন্ত্র ফেরানোর অঙ্গীকার বিএনপির

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে একুশের চেতনায় গণতন্ত্র ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করল বিএনপি। গতকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পর নেতারা এ অঙ্গীকার ব্যক্ত করেন। এর আগে বলাকা সিনেমা হলের কাছে বিএনপি নেতা-কর্মীরা সমবেত হয়ে প্রভাতফেরি করে আজিমপুরে ভাষা শহীদদের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে তাদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ করেন। সিনিয়র নেতা ও বুদ্ধিজীবীদের অংশগ্রহণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সোমবার বেলা ৩টায় ভার্চুয়াল আলোচনা সভা করবে দলটি। শহীদ মিনারে ফুল দেওয়ার পর চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, আমাদের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা, একুশের চেতনা সবকিছুই আজকে ভূলুণ্ঠিত। আজকের দিনে আমাদের দৃপ্ত শপথ এই স্বৈরশাসনের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনা। বর্তমান সরকারের  কোনো বৈধ্যতা নেই দাবি করে অবিলম্বে তাদের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানান আমান। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্বৈরতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে। সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সরকার কারাবন্দী করে রেখেছে। কারণ তাঁকে বন্দী না করলে দিনের ভোট রাতে করা যেত না। এ কর্মসূচিতে অংশ নেন বিএনপি নেতা আবদুস সালাম, হাবিবুর রহমান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, শামা ওবায়েদ, মীর সরফত আলী সপু, ডা. রফিকুল ইসলাম, আমিনুল হক, মীর নেওয়াজ আলী নেয়াজ, কাজী আবুল বাশার, নাজিম উদ্দিন আলম, ইশরাক হোসেন, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, ছাত্রদলের ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, সাইফ মাহমুদ জুয়েলসহ অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর