সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

অর্থের অভাবে বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করা যাচ্ছে না

-পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার প্রক্রিয়া ‘নিজস্ব অর্থায়নের’ অভাবে থমকে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল  মোমেন।

গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে একুশে  ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘টাকার জন্য আটকে আছে। আমরা টাকা দেওয়ার অঙ্গীকার করতে পারিনি। অনেক টাকা! প্রাথমিক আলোচনায় প্রতি বছর ৬০০ মিলিয়ন ডলার দেওয়ার কথা বলা হয়েছিল।’ তিনি বলেন, জাপানি, হিন্দি ও জার্মান ভাষার জন্যও প্রস্তাব করা হয়েছিল। কিন্তু একই কারণে সেগুলোও দাফতরিক ভাষা হয়নি। আলোচনা পর্বে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, একাডেমির রেক্টর মাসুদ মাহমুদ খন্দকার বক্তব্য  দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর