মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
প্রশাসনের প্রতি শামীম ওসমান এমপি

পাগলা এলাকায় নদী দখল আর চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নিন

নারায়ণঞ্জ প্রতিনিধি

পাগলা এলাকায় নদী দখল আর চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নিন

নারায়ণগঞ্জ জেলায় নদী দখল, চাঁদাবাজি বিআইডব্লিটিএর খাজনা আদায়ের টাকা কার পকেটে যায় এ নিয়ে প্রশ্ন  তুলে এসব কর্মকান্ডে র বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাগিদ দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় তিনি বলেন, ‘পাগলা এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে বিআইডব্লিউটিএ নির্মিত ওয়াকওয়ে দখল করে মালপত্র লোড-আনলোডের সময় মাসে ৫ লাখ টাকা চাঁদাবাজি হচ্ছে। কারা এ চাঁদাবাজি করছে? কারা নদী দখল করে?’  বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘শীতলক্ষ্যা নদীর কাঁচপুর ব্রিজের নিচে খাজনা আদায় করছে বিআইডব্লিউটিএ। সেই টাকা কার পকেটে যায়? বিভাগের লোকজনের পকেটে, না ইউনিয়ন নেতার পকেটে? এটা সরকারের সম্পত্তি। সরকারকে রাজস্ব আদায়ের ব্যবস্থা করে দিন।’

তিনি আরও বলেন, আপনারা কোন এলাকায় কী কাজ করেন, তা জেলা প্রশাসকের কাছে দেবেন। এ ছাড়া কীভাবে আরও উন্নয়ন করা যায়, সে ব্যাপারে পরিকল্পনা করে আমাকে জানাবেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

সর্বশেষ খবর