মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

আল মুসলিম গ্রুপের ১৭৫ কোটি টাকা পাচার

অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক

আমদানি-রপ্তানির আড়ালে ১৭৫ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান আল মুসলিম গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের এ কথা জানান।

দুদক সচিব বলেন, কয়েকজন গার্মেন্ট মালিকের বিরুদ্ধে কয়েকজন সরকারি কর্মচারীর সহযোগিতায় অবৈধ সম্পদ অর্জনপূর্বক আমদানি ও রপ্তানির আড়ালে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে ৬৪ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে আল মুসলিম গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রপ্তানির আড়ালে ১৭৫ কোটি টাকা বিদেশে পাচারের বিষয়ে পাওয়া অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এসব অভিযোগ অনুসন্ধানে আলাদাভাবে তিন সদস্য ও চার সদস্যের দুটি অনুসন্ধান দল তদন্ত করছে জানিয়ে তিনি বলেন, অনুসন্ধান দল প্রতিবেদন দাখিল করলে তা পর্যালোচনা শেষে কমিশন আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। দুদক সচিব জানান, জাতীয় রাজস্ব বোর্ড থেকে ওভারইনভয়েসিং সংক্রান্ত কিছু তথ্যের ভিত্তিতে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে।

সর্বশেষ খবর