মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
খুলনায় শিশু রাকিব হত্যা

আপিলে দুই আসামির যাবজ্জীবন বহাল

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু রাকিব হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদন্ডের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। গতকাল আসামিদের আপিল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৫ সালের ৩ আগস্ট খুলনার টুটপাড়ায় মোটর গ্যারেজের কর্মচারী শিশু রাকিব (১২) এর পায়ুপথে মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. নুরুল আলম বাদী হয়ে খুলনা থানায় মামলা করেন। ২০১৫ সালের ৮ নভেম্বর প্রধান আসামি শরীফ ও তার সহযোগী মিন্টুকে ফাঁসির আদেশ দেয় আদালত। তবে ২০১৭ সালের ৪ এপ্রিল শরীফ ও মিন্টুর মৃত্যুদন্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন দেয় হাই কোর্ট। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন আসামিরা।

এদিকে আপিল বিভাগের রায়ে খুশি নিহত রাকিবের বাবা-মা। বর্তমানে তারা সাতক্ষীরায় রাকিবের দাদা বাড়িতে অবস্থান করছেন। রাকিবের বাবা নুরুল আলম বলেন, ‘চাইছিলাম তো মৃত্যুদন্ড  এখন সেডা হইলো না।

এখন আর কি করব বলেন। তারপরও যাবজ্জীবন রায় বহাল আছে শুনে আমরা খুশি।’

সর্বশেষ খবর