বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

রাজশাহী নগর ছাত্রলীগের নেতৃত্বে আসছেন কারা?

আজ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নেতা-কর্মীদের দীর্ঘ অপেক্ষার পর আজ (বুধবার) হতে যাচ্ছে রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন। সকাল ১০টায় রাজশাহী কলেজের শহীদ মিনার চত্বরে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। তবে ঘুরেফিরে আলোচনায়, দীর্ঘদিন পর হতে যাওয়া সম্মেলনে নেতৃত্বে আসছেন কারা। ছাত্রলীগের এ সম্মেলন ঘিরে পদ পেতে বহু আগে থেকেই দৌড়ঝাঁপ করতে দেখা গেছে নগর ছাত্রলীগের নেতাদের। বর্তমানে মহানগর ছাত্রলীগের পদ পেতে চেষ্টা করছেন অনেকেই। সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুটি পদে পদপ্রত্যাশী আছেন ১৫ জনের বেশি নেতা। সভাপতি হতে মাঠে আছেন তাসকিন পারভেজ সাতিল, নূর মোহাম্মদ সিয়াম, আবদুল্লাহ আল দ্বীপ, পিয়ারুল ইসলাম পাপ্পু ও ফজলে রাব্বি। সাধারণ সম্পাদক হতে চান আরেফিন পারভেজ বন্ধন, সিরাজুম মুবিন সবুজ, সাফ্ফাত হোসেন রিয়াদ, রাশিক দত্ত, মারুফ হোসেন, মেহেদী হাসান রিমেল (রিগেন), হাসান রেজা, সবুজ আহমেদ, নাইমুল হাসান নাঈম, মাইনুল ইসলাম বাপ্পি ও শান্তা খাতুন। সভাপতি পদের লড়াইয়ে থাকা তাসকিন পারভেজ সাতিল নগর ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মেধাবী মুখ হিসেবে তার পরিচিতি আছে। নূর মোহাম্মদ সিয়াম রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি। তিনিও আছেন আলোচনায়। তবে সভাপতি কে হবেন, তা নির্ভর করছে নগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ওপর। সাধারণ সম্পাদকের দৌড়ে আলোচনায় আছেন আরেফিন পারভেজ বন্ধন, রাশিক দত্ত ও মেহেদী হাসান রিমেল (রিগেন

২০১৪ সালের ১০ সেপ্টেম্বর রাজশাহী মহানগর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। রকি কুমার ঘোষকে সভাপতি, মাহমুদ হাসান রাজীবকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে পাঁচজনসহ মোট ১৬১ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। নির্বাচনের পরের বছর ২০১৫ সালে মেয়াদ শেষ হয় বর্তমান কমিটির। নেতৃত্বের গুণাবলি থাকার পরেও এতদিন পদ জুটেনি বহু ছাত্রনেতার। এতে হতাশও হয়েছিলেন তারা। অনেকটাই নিষ্ক্রিয়ও হয়ে পড়ছিল নগর ছাত্রলীগ। অবশেষে আশা দেখছেন পদপ্রত্যাশীরা। নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ বলেন, ছাত্রলীগ হচ্ছে নেতৃত্ব তৈরির পাইপলাইন। সেটি নানা কারণে এতদিন বন্ধ ছিল। সম্মেলনের মাধ্যমে তারা সেই নেতৃত্বে আশার প্রত্যাশা করেন, যারা আওয়ামী লীগ ও দেশকে এগিয়ে নিতে সামনে থেকে ভূমিকা রাখবেন।

নগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ বলেন, দীর্ঘদিন পর ছাত্রলীগের সম্মেলন। ফলে অনেকে পদপ্রত্যাশা করবেন। তবে যাদের দিয়ে ছাত্র সংগঠনের ঐতিহ্য রক্ষা হবে- তাদের হাতেই নেতৃত্ব তুলে দেওয়া হবে। এক্ষেত্রে আওয়ামী লীগের স্থানীয় নেতারা অভিভাবক হিসেবে সেই দায়িত্ব পালন করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর