বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

প্রচারণার মাঠে নৌকা কৌশলী ধানের শীষ

চট্টগ্রামে চার পৌরসভা নির্বাচন

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

পঞ্চম ধাপের পৌর নির্বাচনে মেয়র পদে চট্টগ্রামের বাড়ৈয়ারহাট ও রাঙ্গুনিয়ার দুটি পৌরসভায় অন্য দলের কোনো প্রার্থী না থাকায় ভোটযুদ্ধ হবে নৌকা-ধানের শীষে। আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা প্রতিটি ওয়ার্ড চষে বেড়াচ্ছেন নেতা-কর্মী সঙ্গে নিয়ে। বিভিন্ন এলাকায় উঠান বৈঠকের পাশাপাশি উপস্থিত হচ্ছেন সামাজিক অনুষ্ঠানেও। অন্যদিকে হুমকি, ভয়ভীতির কারণে প্রচারণার মাঠে তেমন দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমসহ কৌশলী প্রচারণায় রয়েছেন বিএনপির মেয়র প্রার্থীসহ নেতা-কর্মীরা। নির্বাচনী নিয়ম অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। এদিকে নির্বাচন কমিশনও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করেছে। এ দুই পৌরসভায় ইভিএমে ভোট হবে বলে জানান চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. আতাউর রহমান। নির্বাচন কমিশনসূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের চার পৌরসভায় ভোট। এগুলো হলো বাড়ৈয়ারহাট, মিরসরাই, রাঙ্গুনিয়া ও রাউজান। এর মধ্যে বাড়ৈয়ারহাট ও রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী রয়েছেন চারজন। এরা হলেন বাড়ৈয়ারহাটে আওয়ামী লীগের রেজাউল করিম খোকন, বিএনপির দিদারুল আলম মিয়াজী এবং রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের মো. শাহজাহান সিকদার (বর্তমান মেয়র) ও বিএনপির হেলাল উদ্দিন শাহ। অন্যদিকে রাউজানে আওয়ামী লীগের জমির উদ্দিন পারভেজ ও মিরসরাইয়ে গিয়াস উদ্দিন মেয়র পদে একক প্রার্থী থাকায় এ পদে ভোট হচ্ছে না। অন্য পদগুলোয় ভোট হবে। বাড়ৈয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র প্রার্থী রেজাউল করিম খোকন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘নির্বাচনী এলাকায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রতিদিনই প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করছি। সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। এলাকার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান রাখছি।’ ক্ষোভের সঙ্গে বাড়ৈয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মেয়র প্রার্থী দিদারুল আলম মিয়াজী বলেন, ‘এখানে তো মিছিল, মিটিং ও প্রচার-প্রচারণা এক প্রকার নিষিদ্ধ। সামাজিক মাধ্যমসহ বিভিন্নভাবে কোনোরকম নিজেকে রক্ষা করেই প্রচারণা করছি নামমাত্র।’ তিনি বলেন, ‘পরিবারের ওপর তিন-চার বার হামলা হয়েছে। বাড়িতে আছি এক প্রকার অবরুদ্ধ। দল মনোনয়ন দিয়েছে তাই নির্বাচন করছি। তবে ভোটের দিন আদৌ ভোট দিতে পারব কিনা সেটাই এখন প্রশ্ন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর