বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সিলেটে অপরাধ দমনে মাঠে পুলিশের ‘স্পেশাল টিম’

জনবান্ধব পুলিশ গঠনে বিশেষ উদ্যোগ

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

অপরাধ দমন, প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও জনবান্ধব পুলিশ গঠনে বিশেষ উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। এ লক্ষ্যে গঠন করা হয়েছে পুলিশের ‘স্পেশাল টিম’। কোথাও অপরাধ সংঘটিত হওয়ার খবর পেলেই ছুটে যাচ্ছে ‘কুইক রেসপন্স টিম-কিউআরটি’ টিম। আর প্রবাসীদের সমস্যা সমাধানে কাজ করছে ‘এক্সপেট্রিয়েট রেসপন্স টিম-ইআরটি’। কমিশনার হিসেবে এসএমপির দায়িত্ব নেওয়ার পর নিশারুল আরিফ  স্পেশাল এ টিমগুলো করেন। ইতোমধ্যে টিমগুলো অপরাধ দমনে সফলতা দেখাতেও সক্ষম হয়েছে। এসএমপি সূত্র জানায়, সিলেট মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মহানগর পুলিশের আওতাধীন ৬ থানায় গঠন করা হয় একটি করে কিউআরটি। প্রতিটি টিমে রয়েছেন ৪ জন সদস্য। কোথাও কোনো অপরাধ বা অনাকাক্সিক্ষত ঘটনার খবর পেলেই মোটরসাইকেলযোগে ছুটে যাচ্ছেন এই টিমের সদস্যরা। তৎক্ষণাৎ অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে অপরাধীদের বিরুদ্ধে। অনেক ক্ষেত্রে বড় ধরনের সংঘাত-সংঘর্ষও থামাতে সক্ষমতার পরিচয় দিচ্ছেন এই টিমের সদস্যরা। এদিকে, প্রবাসী ও তাদের জায়গা-সম্পত্তির সুরক্ষায় কাজ করছে ‘ইআরটি’। প্রবাসীদের জানমালের সুরক্ষায় পুলিশ কমিশনার অফিসে সার্বক্ষণিক প্রস্তুত থাকেন এই টিমের ১০ সদস্য। কোথাও প্রবাসীদের বাসা বা জায়গা দখলের খবর পেলেই এই টিমের সদস্যরা গাড়ি নিয়ে ছুটে যাচ্ছেন।  সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পুলিশকে আরও জনবান্ধব করতে এসএমপি কমিশনার নানা উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে ইআরটি ও কিউআরটি স্পেশাল টিম গঠন করা হয়েছে। গত জানুয়ারি থেকে এ টিম দুটির কার্যক্রম শুরু হয়ছে। মহানগর পুলিশের আওতাধীন প্রতিটি থানায় একটি করে কিউআরটি টিম কাজ করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর