বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সরকার ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা করছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

সরকার ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা করছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকার ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা তৈরি করছে। যারা আজকে ক্ষমতায় আছেন, তারা মুক্তিযুদ্ধ করেননি। তারা মুক্তিযুদ্ধ দেখেননি কীভাবে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ হয়েছে। সেজন্য তারা প্রকৃত মুক্তিযোদ্ধাদের খেতাব কেড়ে নিতে চান। মুক্তিযোদ্ধাদের অপমানিত করতে চান। জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব কেড়ে নেওয়ার অপচেষ্টাকারীদের একদিন জনতার আদালতে বিচার হবে। গতকাল দুপুরে এক মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন। জিয়াউর রহমানের বীরউত্তম বাতিলের অপচেষ্টার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এই মানববন্ধনের  আয়োজন করে। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন-আল রশিদের সভাপতিত্বে ও মহাসচিব ডা. আবদুস সালামের পরিচালনায় মানববন্ধনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, শামীমুর রহমান শামীম, অধ্যাপক সিরাজুল ইসলাম, জহিরুল ইসলাম শাকিল, মেহেদী হাসান, সরকার মাহবুব আহমেদ শামীম, গোলাম মাওলা শাহিন প্রমুখ বক্তব্য দেন। বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের উদ্ধৃতি দিয়ে রিজভী আহমেদ বলেন, একাত্তরে ৮০ হাজার মুক্তিযোদ্ধা লড়াই করেছেন। আর আওয়ামী লীগ লিস্ট করছে আড়াই লাখ।

কারণ ওদের আত্মীয়স্বজন নাতি-নাতনি যাদের একাত্তর সালে জন্ম হয়নি তাদেরও তালিকা করছে এই সরকার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর