বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ প্রশাসন, বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, রূপাতলী হাউজিং সোসাইটি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক আজ। গতকাল বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনসহ সিনিয়র শিক্ষকদের এক সভায় এ সভার সিদ্ধান্ত হয়। ওই সভা থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। এর মাধ্যমে একটি চলমান সমস্যার সমাধান হবে বলে আশা উপাচার্যের। গত ১৬ ফেব্রুয়ারি রাতে রূপাতলী হাউজিংয়ের বিভিন্ন মেসে ঢুকে বিশ্ববিদ্যালয়ের অন্তত ২০জন শিক্ষার্থীকে নির্যাতন করে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদ এবং হামলকারীদের গ্রেফতার দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

২০ ফেব্রুয়ারি দিনভর বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখে। একুশে ফেব্রুয়ারী এবং ২২ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে মহাসড়ক অবরোধ কর্মসূচী স্থগিত করে তারা। চরমোনাই মাহফিলের কারনে ফের অবরোধ কর্মসূচী স্থগিত করা হয়। এ অবস্থায় দাবী আদায়ে গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করে শিক্ষার্থীরা। তারা হামলাকারীদের গ্রেফতার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানসহ ৩ দফা দাবিতে অটল থাকেন এবং কর্তৃপক্ষের করা মামলার অগ্রগতি জানতে চান। এর প্রেক্ষিতে উপাচার্য সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর