বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ওসিসহ আট পুলিশ সাময়িক বরখাস্ত

কোর্ট হাজত থেকে আসামি পলায়ন

আদালত প্রতিবেদক

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে হারুনুর রশিদ (২৭) নামের এক বন্দী আসামি পালিয়ে গেছেন। কেরানীগঞ্জ থানায় দায়ের করা এক মামলায় গতকাল হাজিরার জন্য ওই বন্দীকে কারাগার থেকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে আসামি রশিদকে প্রিজন ভ্যান থেকে হাজতখানায় নেওয়ার সময় তিনি পালিয়ে যান। এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর মেজবাহ উদ্দিন আহম্মেদ জানান, পুলিশ হেফাজত থেকে আসামি পালানোর ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। এ ছাড়া দায়িত্ব অবহেলার জন্য হাজতের ওসিসহ আটজন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে রাজধানীর কোতোয়ালি থানার ওসি মো. মিজানুর রহমান জানান, গতকাল আদালত পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে থানায় অভিযোগ দিলে আমরা মামলা রেকর্ড করেছি। জানা গেছে, আসামি হারুনুর রশিদের গ্রামের বাড়ি ভোলার লালমোহন থানায়। তার বাবার নাম মফিজ মিয়া। তিনি গত বছরের ৮ ডিসেম্বর থেকে কারাগারে ছিলেন। তার বিরুদ্ধে ঢাকার কেরানীগঞ্জ ও রাজধানীর রমনা মডেল থানায় হত্যাচেষ্টা, চুরি, ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর