বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

অবিলম্বে রাজাকারের তালিকার গেজেট প্রকাশের সুপারিশ

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

রাজাকার ও স্বাধীনতাবিরোধীদের তালিকা যতটুকু পাওয়া গেছে, অবিলম্বে গেজেট আকারে তা প্রকাশের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এর আগে কমিটিকে জানানো হয়, এ পর্যন্ত রাজাকার, আলবদর, আলশামসের ২ হাজার ৫০৪ জনের তালিকা সরকারের হাতে রয়েছে। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডারদের কাছ থেকে এ তালিকা পাওয়া গেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে তারা মন্ত্রণালয়ে এ তালিকা পাঠান। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে পাওয়া তথ্যের পরিপ্রেক্ষিতে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শাজাহান খান। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম, কাজী ফিরোজ রশীদ এবং মোছলেম উদ্দিন আহমদ বৈঠকে অংশগ্রহণ করেন। এ ছাড়া বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর ম্যুরাল সংরক্ষণ করতে হবে : মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালগুলো যথাযথভাবে সংরক্ষণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে এলজিইডিকে সড়ক-মহাসড়কে ব্যবহারের জন্য বিটুমিন পরীক্ষার ক্ষেত্রে যথাযথ মান নিশ্চিত করতে সুপারিশ করা হয়েছে। সাশ্রয়ী মূল্যে জনসাধারণকে সুপেয় পানি সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, স্বপন ভট্টাচার্য্য,  মো. মসিউর রহমান রাঙ্গা, শেখ আফিল উদ্দিন, রাজী মোহাম্মদ ফখরুল, মো. শাহে আলম, মো. ছানোয়ার হোসেন এবং আবদুস সালাম মুর্শেদী অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর