বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

দীর্ঘদিন পর ৪৩ ইউনিটের কমিটি, তবুও বিতর্ক

ময়মনসিংহ ছাত্রদল

সৈয়দ নোমান, ময়মনসিংহ

দীর্ঘ সময় পাড়ি দেওয়ার পর ময়মনসিংহে গঠিত হয়েছে ছাত্রদলের ৪৩ ইউনিটের কমিটি। প্রতিটি ইউনিটেই ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার সংগঠনের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে সর্বশেষ ২০০৩ সালে ময়মনসিংহ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। ওই সময় জেলার অধীনস্থ সব উপজেলা ও ইউনিয়নের কমিটি গঠিত হয়।  কিন্তু এরপরও বিতর্ক পিছু ছাড়ছে না। অভিযোগ উঠেছে ময়মনসিংহ মহানগরের অধীন চারটি থানা ও পলিটেকনিক্যাল কলেজ ইউনিট কমিটি অবৈধভাবে অনুমোদন দিয়েছে তিনটি ইউনিট কমিটির নেতারা। এর প্রতিবাদে গতকাল দুপুরে পদবঞ্চিতরা সড়কে নামেন। একপর্যায়ে টায়ারেও আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ হয়েছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়ও। এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং আনন্দমোহন সরকারি কলেজের মতো গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নয়া কমিটি না দেওয়ায় হতাশ পদপ্রত্যাশীরা।

জানা যায়, ময়মনসিংহ জেলায় ছাত্রদলকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। ছয় ইউনিটের সমন্বয়ে ময়মনসিংহ মহানগর, ১৮টি ইউনিটের সমন্বয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা এবং ২০টি ইউনিটের সমন্বয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় সংসদ অনেক অভিযোগ পেয়েছে। অভিযোগের বিষয়ে আমরা তদন্ত করে সত্যতাও পেয়েছি। বিভাগীয় টিমকে অভিযুক্তদের চ্যালেঞ্জ করার নির্দেশও দেওয়া হয়েছে।’ 

তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির বিষয়ে তিনি আরও জানান, ‘করোনার কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি দেওয়া হয়নি। খোলার সাত দিনের মধ্যেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং আনন্দমোহন কলেজ কমিটি দিয়ে দেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর