বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

যুবসমাজ ভালো হলে অনাচার-অবিচারের মূলোৎপাটন হবে

-পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

যুবসমাজ ভালো হলে অনাচার-অবিচারের মূলোৎপাটন হবে

বরিশালে চরমোনাইর তিন দিনব্যাপী মাহফিল শুরু হয়েছে। গতকাল বাদ জোহর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম মাহফিলের সূচনা করেন। এ সময় তিনি বলেন, পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয়  করিয়ে দেওয়ার জন্যই এ মাহফিল আয়োজন করা হচ্ছে। দুনিয়ার কোনো উদ্দেশ্য সাধনের জন্য চরমোনাই মাহফিলে আসার প্রয়োজন নেই। এ রকম নিয়ত নিয়ে কেউ এলে আত্মশুদ্ধির প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান তিনি।

এবারের মাহফিলে যুবকদের ব্যাপক উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে চরমোনাই পীর বলেন, দেশের যে কোনো বড় ধরনের পরিবর্তনে যুবসমাজের ভূমিকা অগ্রগামী। যুবসমাজ যদি চারিত্রিকভাবে ভালো হয়ে যায় তাহলে সমাজের বিদ্যমান অনাচার-অবিচারের মূলোৎপাটন সময়ের ব্যাপার মাত্র।

এদিকে মাহফিলে অংশ নিতে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে লাখো মুসুল্লি ইমিতধ্যে চরমোনাই এলাকার পাঁচটি মাঠে সমবেত হয়েছেন। এর মধ্যে সাতজন বার্ধক্যের কারণে মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন মাহফিলের প্রচার বিভাগের সদস্য কে এম শরীয়াতুল্লাহ। শনিবার সকাল ৮টায় আখেরি মোনাজাত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর