বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

পুরান ঢাকায় নকল খাদ্যপণ্য উৎপাদনে দুজনের সাজা

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার সোয়ারিঘাট এলাকায় নকল খাদ্যপণ্য উৎপাদন করায় দুজনকে সাজা দিয়েছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে ৩০/২ দেবীদাস ঘাট লেনের রুচি ফুড প্রোডাক্টস নামে একটি বিস্কুট কারখানায় অভিযান চালানো হয়। ডিএমপির সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক। তিনি বলেন, কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশ, ট্রেডমার্ক ছাড়া নকল বিস্কুট উৎপাদন করা হচ্ছিল। তারা বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে বিস্কুট তৈরি করছিল। ট্রেড মার্ক ছাড়া কিছু উৎপাদন করা মানেই নকলপণ্য। রুচি ফুড প্রোডাক্টসের মালিক হাজী মো. আলী আহম্মদ। ওই কারখানায় রুচি ফুড ছাড়াও এবি ফুড অ্যান্ড        বেভারেজ লিমিটেড নাম দিয়ে বিভিন্ন বিস্কুট উৎপাদন করছিল। ওই কারখানার পরিচালক জহির আহম্মদ এবং ম্যানেজার তরিকুল ইসলামকে আটক করা হয়।

দোষ স্বীকার করায় জহিরকে এক বছর এবং তরিকুলকে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। কারখানার মালিক আলী আহম্মদের ছেলে দন্ডপ্রাপ্ত জহির। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের সাজা দেওয়া হয়েছে। কারখানাটি সিলগালা করা হয়নি। তবে উৎপাদন বন্ধ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর