শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

শেষ দিনে উত্থানে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

শেষ দিনে উত্থানে শেয়ারবাজার

চলতি সপ্তাহের শেষ দিনে কিছুটা উত্থান হয়েছে শেয়ারবাজারে। তবে সাপ্তাহিক লেনদেনে ১৫৮ পয়েন্টে বেশি হারিয়েছে বাজার সূচক। শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ডিএসইতে চলতি সপ্তাহের চার দিনের লেনদেনে প্রথম দুই দিনে সূচক কমে ১৫৮ পয়েন্ট। পরের দুই দিনের উত্থানে সূচক বাড়ে ৯৮ পয়েন্ট। শেষ দিনের লেনদেনে দেখা যায়, সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১৬ পয়েন্টে উঠে এসেছে। এতে দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ১৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে পতনের তালিকায় স্থান করে নিয়েছে ৬৩টি। আর ১১৫টির দাম অপরিবর্তিত রয়েছে। মূল্যসূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৭৪৬ কোটি ২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫৩০ কোটি ৩৫ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ১২৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৬০ পয়সা কমে প্রতিষ্ঠানটির দিন শেষে শেয়ার দর হয়েছে ৮৫ টাকা ৫০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা রবির ৫৮ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে। ৫১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স।

এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় ছিল- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সামিট পাওয়ার, লাফার্জহোলসিম, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ওয়ালটন। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৫৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৫৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২২০টি প্রতিষ্ঠানের মধ্যে ১০০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৪টির এবং ৫৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর