শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

মেজর পরিচয় দিয়ে চাকরির প্রলোভন, আটক ৪

নিজস্ব প্রতিবেদক

মেজর পরিচয়ে প্রতারণাকারী একটি চক্রের চারজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরা মেজর পরিচয় দিয়ে সেনাবাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়া এবং বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে আসছিলেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন জহিরুল আলম, রবিউল ইসলাম, জাহাঙ্গীর আলম ও উত্তম তালুকদার। প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর বুধবার সিআইডি ঢাকা মেট্রো-পশ্চিমের একটি দল রাজধানীর নিকুঞ্জ-২ এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এদের মধ্যে জাহাঙ্গীর নিজেকে মেজর পরিচয় দিতেন। তিনি চাকরিপ্রার্থীদের সেনাবাহিনীর অফিস করণিক, মেসওয়েটার, স্টোরম্যান পদে চাকরি দেওয়ার লোভ দেখান। জাহাঙ্গীর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। গতকাল রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান সংস্থার অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ চক্র দীর্ঘদিন ধরে কোচিং ব্যবসার সঙ্গে জড়িত থাকায় বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন, উত্তরপত্র, প্রবেশপত্র তৈরি ও সরবরাহ করে চাকরিপ্রার্থীদের মনে বিশ্বাস জন্মাতে সক্ষম হয়। আর জাহাঙ্গীর আলম মেজর পদবির র?্যাংক ব্যাজ পরে চাকরির ইন্টারভিউ কার্ড সরবরাহ, রেস্টুরেন্টে মেজরের পোশাক পরে সাক্ষাৎকার গ্রহণ, ভুয়া ফলাফল প্রকাশ করে চাকরির নিয়োগপত্র দিতেন। পরে নিয়োগপত্র নিয়ে বিভিন্ন ক্যান্টনমেন্টে যোগদান করতে গেলে ভুক্তভোগীরা জানতে পারেন তাদের নিয়োগপত্র ভুয়া। চক্রটি ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করেও প্রতারণা করেছে। এভাবে তারা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণœসহ বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করে আসছিলেন। এদের বিরুদ্ধে এ পর্যন্ত অন্তত ৪৪ লাখ টাকা আত্মসাতের তথ্য পাওয়া গেছে।

শেখ ওমর ফারুক জানান, গ্রেফতার অভিযানের সময় মেজর পদবির র‌্যাংক ব্যাজসহ এক সেট ইউনিফর্ম, একটি ফিঙ্গারপ্রিন্ট মেশিন, চারটি ভুয়া নিয়োগপত্র, ৩৩টি নন-জুডিশিয়াল স্ট্যাম্প, ছয়টি ভিসা কার্ড, একটি সিটি ডেবিট কার্ড, বিভিন্ন ব্যাংকের ১১টি চেক বই, ছয়টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও ছয়টি ট্রেড লাইসেন্স জব্দ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর