শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামের অবৈধ ইটভাটা বন্ধে ১৪ দিন সময় দিল হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে অবৈধভাবে পরিচালিত সব ইটভাটা বন্ধে ১৪ কর্মদিবস সময় বেঁধে দিয়েছে হাই কোর্ট। চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। গতকাল বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। পরে তিনি বলেন, গত বছরের ১৪ ডিসেম্বর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদফতরের অনুমোদন ছাড়া গড়ে ওঠা সব অবৈধ ইটভাটা বন্ধে নির্দেশ দেয় হাই কোর্ট। একই সঙ্গে কাঠ ও পাহাড়ের মাটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করে- এমন ইটভাটার তালিকা দাখিলের নির্দেশ দেয় আদালত। পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়।

চট্টগ্রামের যে ৭১টি অবৈধ ইটভাটায় এর আগে জরিমানা করা হয়েছিল, সেগুলোসহ সব অবৈধ ইটভাটা বন্ধ করে ১৮ ফেব্রুয়ারির মধ্যে চট্টগ্রাম প্রশাসন ও সেখানকার পরিবেশ অধিদফতরকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। অবৈধভাবে পরিচালিত সব ইটভাটা বন্ধে আবারও সময় প্রার্থনা করলে আদালত ১৪ কার্যদিবস সময় বেঁধে দিলেন। একই সঙ্গে এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ মার্চ সময় নির্ধারণ করে দিয়েছে আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর