শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

মান্নান হীরা স্মরণে চার দিনের নাট্য উৎসব শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক

মান্নান হীরা স্মরণে চার দিনের নাট্য উৎসব শুরু

প্রয়াত নাট্যকার মান্নান হীরা স্মরণে ‘স্মরিবার তরে রহিয়াছি মোরা, গাহিতে তোমার জয়গান’ স্লোগানে চার দিনের নাট্যোৎসব শুরু করেছে উৎস নাট্যদল। গতকাল সন্ধ্যায় বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে শুরু হয় এ উৎসব। উৎসবে অংশগ্রহণকারী নাটকের দলগুলোর মধ্যে রয়েছে আরণ্যক নাট্যদল, সময় নাট্যদল, নাট্যলোক সিরাজগঞ্জ ও আয়োজক সংগঠন উৎস নাট্যদল। উদ্বোধনী আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। উদ্বোধন করেন নাট্যজন মামুনুর রশীদ। উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চায়ন হয় আয়োজক নাট্যদলের নাটক ‘স্বর্ণজননী’।

আজ শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনে মঞ্চায়ন হবে আরণ্যক নাট্যদলের নাটক ময়ূর সিংহাসন, কাল শনিবার তৃতীয় সন্ধ্যায় মঞ্চায়ন হবে সময় নাট্যদলের ভাগের মানুষ। ২৮ ফেব্রুয়ারি রবিবার শেষ হবে চার দিনের এ নাট্যোৎসব। ওইদিন সন্ধ্যায় নাট্যলোক সিরাজগঞ্জ মঞ্চায়ন করবে ‘ধীবর গাঁথা’।

সমৃদ্ধ জামালপুর ও মির্জা আজম : সংসদ সদস্য মির্জা আজমকে নিয়ে ‘সমৃদ্ধ জামালপুর ও মির্জা আজম’ নামের বই লিখেছেন মোহাম্মদ জাকিরুল ইসলাম। গতকাল জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, ঢাকাস্থ জামালপুর সমিতির সাধারণ সম্পাদক গ্রুপ ক্যাপ্টেন শফিকুল ইসলাম, ঢাকাস্থ মাদারগঞ্জ সমিতির মহাসচিব আইনজীবী জুলফিকার আলী বাবুল, বইটির লেখক মোহাম্মদ জাকিরুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর