শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
বিসিএসআইআর-এ কর্মশালা

টেকসই পৃথিবীর জন্য বিকল্প জ্বালানি ব্যবহারের তাগিদ

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে লড়াই চলছে। আমাদেরও তা উপলব্ধি করতে হবে এবং দেশের জ্বালানি সমস্যা সমাধানে সর্বোচ্চ মেধা ও যোগ্যতা কাজে লাগাতে হবে। গতকাল বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এ শক্তিতে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে আইএফআরডি-এর অর্জন ও পরিকল্পনা শীর্ষক কর্মশালায় বিশেষজ্ঞরা এ কথা বলেন। কর্মশালায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্ব ব্যাংকের জ্বালানি গবেষণার তথ্যের ভিত্তিতে বাংলাদেশে জ্বালানি গবেষণার বিভিন্ন কর্মকান্ড উপস্থাপন করা হয়। তথ্য উপস্থাপন করেন বিজ্ঞানী  ড. মো. সাইফুল ইসলাম।  কর্মশালায় সভাপতিত্ব করেন আইএফআরডি-এর ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ

শাহ্ জামাল।

উপস্থিত ছিলেন, বিসিএসআইআর-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সামিয়া তাবাসসুমসহ প্রায় একডজন সরকারি প্রতিষ্ঠান, দাতা সংস্থা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ প্রায় ৫০টিরও  বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর