শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

নোয়াখালীতে সাংবাদিকের ওপর ফের সন্ত্রাসী হামলা

গ্রেফতার দাবি দোষীদের

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজারে দোকানের বিরোধের জের ধরে সাংবাদিক পলাশের ওপর ফের সন্ত্রাসী হামলা চালিয়েছে প্রতিপক্ষ দেলোয়ারের নেতৃত্বে সন্ত্রাসীরা। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা জানান এবং অপরাধীকে গ্রেফতারের দাবি জানান। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। পলাশ তার দোকানের সামনে গেলে হামলার শিকার হন। স্থানীয় ব্যবসায়ীরা আহত পলাশকে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার জানান, তাদের উভয়ের সঙ্গে দোকান নিয়ে বিরোধ আছে। পলাশ অভিযোগ দিয়েছেন  তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, বাংলাবাজারের সাংবাদিকের একটি দোকানঘর দীর্ঘদিন জবরদখল করে রাখে প্রতিপক্ষ দেলোয়ার। এই বিরোধের জের ধরে সম্প্রতি দেলোয়ারের লোকজন এর আগেও পলাশের ওপর হামলা চালায়। ভুক্তভোগীর নাম পলাশ উদ্দিন। দুর্নীতির সন্ধান নামক একটি পত্রিকার সাংবাদিক। তাকে নোয়াখালী জেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।  আহত সাংবাদিক পলাশ জানান, এক বছর পরও তার দোকানঘর উদ্ধার হয়নি।

 এরই জের ধরে তাকে মারধরের ঘটনা ঘটেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর