শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ডিজিটাল আইনকে কবর দেওয়ার সময় এসেছে

-ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল আইনকে কবর দেওয়ার সময় এসেছে

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে অপরাধ দমন করা যায় না। মানুষের বাক স্বাধীনতাকে বন্ধ করা যায় না। এই কালো আইনকে কবর দেওয়ার সময় এসেছে।

গতকাল সকালে রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের জাতীয় কাউন্সিলে জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। সংগঠনের নির্বাহী সভাপতি মোখলেসুর রহমানের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক  এএএম ফয়েজ হোসেনের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন হাফিজ আহমেদ মজুমদার, জাকির হোসেন, আবদুল হাকিম, আম্বিয়া খাতুন, ইঞ্জিনিয়ার ওসমান  গনি প্রমুখ। মুশতাক আহমেদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এই সভা থেকে দাবি করছি তাঁর (মুশতাক আহমেদ) পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক। সরকার জনসম্মুখে এসে তাঁর পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করুক যে, এটা ভুল হয়েছে, অন্যায় হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর