শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

রাবি শিক্ষকের বিরুদ্ধে সহকর্মীর ডায়েরি

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম বকসীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতান-উল-ইসলাম। বৃহস্পতিবার রাত ১০টায় নগরীর মতিহার থানায় এই সাধারণ ডায়েরি (জিডি) করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান। জিডিতে অধ্যাপক সুলতান-উল-ইসলাম উল্লেখ করেন, ‘২০ ফেব্রুয়ারি আমার নামে একটি কুরুচিপূর্ণ অসত্য এবং মানহানিকর বক্তব্য রাবির মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্যদের ই-মেইলে পাঠানো হয়। পরের দিন একুশে ফেব্রুয়ারি ‘চেতনায় রাজাকারের দল নির্বাচন বর্জন করুন’ শিরোনামে আরেকটি ইমেইল পাঠায়। ই-মেইলের সংযুক্তি হিসেবে প্রপার্টিস পরীক্ষা করে রেজাউল করিম বকসী নামটি প্রেরক হিসেবে দেখতে পান। তিনি অর্থনীতি বিভাগের অধ্যাপক। ই-মেইল বার্তা দুটি দিয়ে একুশে ফেব্রুয়ারি চেতনার নামে প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী কর্মকান্ড করা হয়েছে। বার্তাগুলোতে আমাকে রাজাকার বলা হয়েছে।’ এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, এই ঘটনায় আগে একটি মামলা হয়েছে। ভুক্তভোগী এবার নিজেই সাধারণ ডায়েরি করেছেন। জিডি তদন্ত করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর