শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

দেশে আদর্শিক লড়াই চলছে : পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দেশে আদর্শিক লড়াই চলছে : পীর চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশে এখন আদর্শিক লড়াই চলছে। এই আদর্শিক লড়াইয়ে ইসলামকে বিজয়ী করতে ছাত্রসমাজকে প্রস্তুতি নিতে হবে। গতকাল সকাল ১১টায় বরিশালের চরমোনাই মাহফিলের তৃতীয় দিনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আয়োজিত ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব দিবস পালনকালে ইশা ছাত্র আন্দোলনের ওপর ছাত্রলীগের হামলার সমালোচনা করে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ওরা ইসলামবিরোধী শক্তি। এ জন্য ইসলামের চিহ্নগুলোও ওদের সহ্য হয় না। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরামের সভাপতিত্বে ছাত্র গণজমায়েতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

সংগঠনের সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল আমিনের সঞ্চালনায় ছাত্র গণজমায়েতে আরও বক্তৃতা করেন আল্লামা নূরুল হুদা ফয়েজী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ আবুল কাশেম, মাওলানা মকবুল হোসাইন, মীর আহমেদ মীরু, বশির ইবনে জাফর প্রমুখ। আজ সকাল ৮টায় পীর চরমোনাইয়ের সমাপনী বয়ান ও আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী মাহফিলের সমাপ্তি হবে। গতকাল কুমিল্লার রফিকুল ইসলামসহ (৬০) এবার মাহফিলে আগত মোট ১১ মুসল্লির মৃত্যু হয়েছে বলে গতকাল সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মাহফিল আয়োজক কমিটির প্রচার বিভাগের সদস্য কে এম শরীয়াতুল্লাহ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর