সোমবার, ১ মার্চ, ২০২১ ০০:০০ টা

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে ওআইসি

ক্যাম্প পরিদর্শন শেষে সহকারী মহাসচিব

কক্সবাজার ও নোয়াখালী প্রতিনিধি

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সহকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ও নোয়াখালীর ভাসানচর পরিদর্শন করেছেন। এ সময় ইউসেফ আলডোবেয়ার জানান, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে সবসময় আছে ওআইসি। তিনি আরও বলেন, রোহিঙ্গারা আত্মমর্যাদা ও সম্মানের সঙ্গে মিয়ানমারে যাতে ফিরতে পারে সে জন্য ওআইসি আন্তর্জাতিকভাবে ঐকমত্য করতেও কাজ করছে। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে যে মামলা চলছে, সেই মামলায় রোহিঙ্গারা যাতে ন্যায়বিচার পায়- তার জন্যই আইনি লড়াইয়ে সহযোগিতা করছে ওআইসি।  গতকাল বিকাল সাড়ে চারটার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে প্রতিনিধি দলটি। এর আগে সহকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি ক্যাম্পে পৌঁছে রোহিঙ্গা কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ৭৬ জন রোহিঙ্গা নেতা অংশ নেন। বৈঠকে প্রতিনিধি দলে ওআইসির সহকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়ার নেতৃত্বে ৫ সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৯ সদস্য ছিলেন। একই দিন সকালে প্রতিনিধি দলটি হেলিকপ্টারযোগে ভাসানচরে যায়। সেখানে তারা কক্সবাজার থেকে স্বেচ্ছায় ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

প্রতিনিধি দলটি বেলা ১১টায়  ভাসানচর পৌঁছে। তারা রোহিঙ্গাদের জন্য তৈরি ক্লাস্টার (গুচ্ছগ্রাম), আশ্রয় কেন্দ্রসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। সফরকালে তারা রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় সব ক্লাস্টারের মাঝি ফোকাল মাঝিদের নিয়ে ওআইসি প্রতিনিধি দলের নেতারা সম্মেলনও করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর