সোমবার, ১ মার্চ, ২০২১ ০০:০০ টা

মামলা থেকে অব্যাহতি বাংলাদেশ প্রতিদিনের প্রকাশক ও প্রতিনিধির

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমানের দায়ের করা মামলার সাত বছর পর আদালত থেকে অব্যাহতি পেলেন বাংলাদেশ প্রতিদিনের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, বাগেরহাট প্রতিনিধি শেখ আহসানুল করিম, দৈনিক মানবজমিনের সম্পাদক ও প্রকাশক মাহবুবা চৌধুরী এবং পত্রিকাটির বাগেরহাট প্রতিনিধি শেখ আবু সাঈদ শুনু। গতকাল বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ মো. সাইফুল ইসলাম চার্জ গঠনের আপত্তির শুনানির পর মামলাটি থেকে তাদের অব্যাহতির আদেশ দেন। 

বীর মুক্তিযোদ্ধা মো. শুকুর আলী শেখ বাগেরহাটের কচুয়া উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা দায়ের করলে বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক মানবজমিনে বিষয়টি নিয়ে ২০১৩ সালের ৩ জানুয়ারি ‘ধর্ষক চেয়ারম্যানের ভয়ে ধর্ষিতা সপরিবারে পালিয়েছে’ এবং ‘ধর্ষণের পর পরিবারটিকে দেশছাড়া করলেন উপজেলা চেয়ারম্যান’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত এই সংবাদে উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান সংক্ষুব্ধ হয়ে ওই বছরের ২১ আগস্ট বীর মুক্তিযোদ্ধা মো. শুকুর আলী শেখ, বাংলাদেশ প্রতিদিনের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, বাগেরহাট প্রতিনিধি শেখ আহসানুল করিম, দৈনিক মানবজমিনের সম্পাদক ও প্রকাশক মাহবুবা চৌধুরী ও পত্রিকাটির বাগেরহাট প্রতিনিধি শেখ আবু সাঈদ শুনুর নামে বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭/৩০ ধারা ও দন্ডবিধির ৫০০/৫০১ ধারায় মামলা করেন। দীর্ঘ সাত বছর পর আদালতে মামলা চলার মধ্যেই এক নম্বর আসামি বীর মুক্তিযোদ্ধা মো. শুকুর আলী শেখ মৃত্যুবরণ করেন। গতকাল বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক চার্জ গঠনের আপত্তির শুনানির পর মামলাটি থেকে বাংলাদেশ প্রতিদিনের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, বাগেরহাট প্রতিনিধি শেখ আহসানুল করিম, দৈনিক মানবজমিনের সম্পাদক ও প্রকাশক মাহবুবা চৌধুরী এবং পত্রিকাটির বাগেরহাট প্রতিনিধি শেখ আবু সাঈদ শুনুকে অব্যাহতির আদেশ দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর