সোমবার, ১ মার্চ, ২০২১ ০০:০০ টা

ইউপি চেয়ারম্যানের হাতে মুক্তিযোদ্ধা লাঞ্ছিত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে ভৈরবপাশা ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদের বিরুদ্ধে পার্শ্ববর্তী সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের নথুল্লাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন খানকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া  গেছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী, ঝালকাঠির সংসদ আমির হোসেন আমু, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার বরাবর ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ বলা হয়, নথুল্লাবাদ গ্রামে মালিবাড়ি সংলগ্ন খালের ওপর একটি ব্রিজের কাজ চলাকালীন চেয়ারম্যান নাসির উদ্দিন উক্ত কাজের ঠিকাদার হিসেবে মুক্তিযোদ্ধার রোপণকৃত মেহগিনি, চাম্বুলসহ বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকার গাছ কেটে ফেলেন। তখন মুক্তিযোদ্ধা আলাউদ্দিন বাধা দিলে তাকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে ভৈরবপাশা ইউনিয়ন পরিষদে আসতে বলা হয়। সে অনুযায়ী তিনি সেখানে গেলে তাকে নাসির উদ্দিন লাঞ্ছিত করে চড়-থাপ্পড় মারেন এবং গায়ে থাকা পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর