সোমবার, ১ মার্চ, ২০২১ ০০:০০ টা

আইইউবির উপাচার্য তানভীর হাসান

আইইউবির উপাচার্য তানভীর হাসান

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আইইউবির নতুন উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের রুজভেল্ট ইউনিভার্সিটির ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর হাসান। চার বছরের জন্য নিয়োগ পাওয়া অধ্যাপক হাসান ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ইউনিভার্সিটি অব হিউস্টন থেকে ফিন্যান্সের ওপর পিএইডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের বেইলর ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে অনার্স ডিগ্রি লাভ করেন। তিনি সার্টিফাইড ফ্রড একজামিনার; যার রয়েছে মাস্টার অ্যানালিস্ট ইন ফিন্যান্সিয়াল ফরেনসিক সনদ। এ ছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্ট ভেভেলপমেন্ট প্রোগ্রাম শেষ করেন। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর