মঙ্গলবার, ২ মার্চ, ২০২১ ০০:০০ টা

সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সূচক বাড়লেও কমেছে লেনদেন

রবিবার দরপতন দিয়ে শুরু ও শেষ হয়েছিল লেনদেন। দরের সঙ্গে সূচকও কমে ছিল। গতকাল সপ্তাহের দ্বিতীয় দিনে সূচকের উত্থান হয়েছে। সূচকের উত্থান হলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। সূচকের পাশাপাশি দুই শেয়ারবাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ডিএসইতে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিন রবিবারের তুলনায় গতকাল ২২ পয়েন্ট বেড়ে ৫৪২৬ পয়েন্টে উঠে এসেছে। ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে পতনের তালিকায় স্থান করে নিয়েছে ১০৫টি। আর ১১৮টির দাম অপরিবর্তিত থাকে। মূল্যসূচকের উত্থান হলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৬১৮ কোটি টাকা। আগের দিন লেনদেন হয় ৬৬০ কোটি ৬৪ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ৯৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২ টাকা ৮০ পয়সা বেড়ে কোম্পানিটির শেয়ার দর হয়েছে ৮৩ টাকা ৩০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ৬২ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রবি। এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স, জিবিবি পাওয়ার, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ফার্মা, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও লাফার্জ হোলসিম। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৮৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৭৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২২৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৭টির এবং ৭২টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর