মঙ্গলবার, ২ মার্চ, ২০২১ ০০:০০ টা

ঢাবি রোকেয়া হলে শহীদদের স্মৃতি ফলক উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে আত্মদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের কর্মচারীদের নামসংবলিত স্মৃতিফলকের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে হল চত্বরে স্থাপিত এ ফলক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদাসহ হলের আবাসিক শিক্ষক ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর শহীদদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য। এ সময় তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বিভিন্ন আবাসিক হলে গণহত্যা চালায়। তাদের নৃশংসতা থেকে শিশুরাও রেহাই পায়নি।

 এসব শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেয়েছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর