মঙ্গলবার, ২ মার্চ, ২০২১ ০০:০০ টা

শান্তিরক্ষা মিশনে কঙ্গো গেলেন সেনাবাহিনীর ২০৫ সদস্য

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ডিআর কঙ্গোতে প্রতিস্থাপনের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর তিনটি কন্টিনজেন্টের মধ্যে ২০৫ জনের প্রথম দল শান্তিরক্ষা মিশনের প্রথম রোটেশন ফ্লাইটে সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। আগামী ২১ মার্চ, ৯ ও ২৬ এপ্রিল, ১৪ ও ৩১ মে আরও পাঁচটি ফ্লাইটে ১ হাজার ৪৪ জন শান্তিরক্ষী কঙ্গো যাবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, এ উপলক্ষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রার প্রাক্কালে সেনাবাহিনীর ওভারসিজ অপারেশনস পরিদফতরের পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম আখন্দ ব্রিফিংয়ে জানান, গত ৩১ আগস্ট হতে বাংলাদেশ পুনরায় শীর্ষস্থানীয় শান্তিরক্ষী প্রেরণকারী দেশের মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে। সেনাবাহিনী বর্তমানে ৭টি মিশনসহ ৬২টি শান্তিরক্ষা মিশনে সফলতার সঙ্গে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেছে। এই মহতী কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর ৪০৬ জন নারী সদস্যসহ মোট ১ লাখ ৪১ হাজার ৬০৫ জন সেনা সদস্য অংশ নিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর