মঙ্গলবার, ২ মার্চ, ২০২১ ০০:০০ টা
চট্টগ্রামে মাদক মামলায়

শ্যামলীর চালকসহ তিনজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মাদক মামলায় শ্যামলী বাসের চালক-সুপারভাইজার এবং হেলপারকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। পাশাপাশি ৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ দন্ডাদেশ দেন বলে জানান অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অনুপম চক্রবর্তী। নগরীর কোতোয়ালি থানার ইয়াবা উদ্ধার মামলায় বাসের চালক ও সুপারভাইজারকে ১০ বছর করে এবং হেলপারকে পাঁচ বছরের কারাদন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্তরা হলেন- চাঁদপুরের হাজীগঞ্জ থানার নিশ্চিতপুর গ্রামের মো. আবুল হাসেমের ছেলে বাসচালক মো. সবুজ (৩২), বরিশালের গৌরনদী থানার গিয়াঘাটের সুকুমার মন্ডলের ছেলে সুপারভাইজার পলাশ মন্ডল (২৮) এবং বরিশালের উজিরপুর থানার ভরসাকাঠির আবদুর রব হাওলাদারের ছেলে হেলপার  মো. নাসির হাওলাদার (৩০)।

এর মধ্যে বাসের সুপারভাইজার পলাশ হাই কোর্ট থেকে জামিন নিয়ে পলাতক। বাকিরা রায়ের সময় উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ জুন গভীর রাতে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শ্যামলী বাস থেকে ১৯ হাজার ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে কোতোয়ালি থানায় মামলা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর