বুধবার, ৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

চমেক ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

ছয় কক্ষ ভাঙচুর আহত অনেক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্রধান ছাত্রাবাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রাবাসের ছয়টি কক্ষ ভাঙচুর ও কয়েকজন আহত হওয়ার অভিযোগ ওঠে। গতকাল বেলা ৩টার দিকে চকবাজার চট্টেশ্বরী সড়কে চমেকের প্রধান ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। জানা যায়, চমেক ছাত্রাবাসের দ্বিতীয় ও তৃতীয় তলায় ৯, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর কক্ষে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক পক্ষ অন্য পক্ষের বই-খাতা ছিঁড়ে ফেলা ও চেয়ার-টেবিল ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে সংঘর্ষের পরপরই বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর আগে ছাত্রবাসে ওঠাকে কেন্দ্র করে গত বছরের ১২ জুলাই ও ১৩ আগস্ট দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এসব ঘটনায় আদালতে মামলাও হয়। চকবাজার থানার ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্যাম্পাস শান্ত আছে এবং পুলিশ অবস্থান করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর