বুধবার, ৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

তালা ভেঙে চুরি হচ্ছে ফ্যান ব্যাগ পোশাক থালাবাসন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঢুকছে কারা

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

তালা ভেঙে চুরি হচ্ছে ফ্যান ব্যাগ পোশাক থালাবাসন

করোনা মহামারীতে বন্ধ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে চুরি বেড়েছে। সম্প্রতি সাদ্দাম হোসেন হল, শেখ রাসেল হল, জিয়াউর রহমান হল ও রবীন্দ্র-নজরুল কলাভবনে চুরি ঘটে। সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, কার গাফিলতিতে চুরি হয়েছে তাকে বের করে শোকজ করা হবে। প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘হল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে থানায় মামলা করব।’ শিক্ষার্থীরা বলেন, প্রয়োজনীয় জিনিসপত্র নিতে হলে ঢুকতে গেলে আইডি কার্ড, আবেদনপত্র জমা দিয়ে ঢুকতে হচ্ছে। অন্যদিকে হলের ভিতর থেকে নিয়মিত চুরি হচ্ছে। গতকাল সাদ্দাম হোসেন হলের আবাসিক শিক্ষার্থী নাহিদ নূর অনুমতি নিয়ে বই নিতে হলে ঢোকেন। নিজের ২১৭ নম্বর কক্ষের সামনে গিয়ে দেখেন তালা ভাঙা।

ভিতরে আলমারি ও ট্রাংকের তালাও ভাঙা। বই, জামাকাপড়, দুটি রাইস কুকার, প্রয়োজনীয় জিনিসপত্রের হদিস নেই। পরে হল কর্মকর্তা-কর্মচারীরা পরিদর্শনে গিয়ে দেখতে পান উত্তর ব্লকের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার গোসলখানার শাওয়ার, বালতি, মগসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নেই। শহীদ জিয়াউর রহমান হলের দক্ষিণ ব্লকের ১২০ নম্বর কক্ষে লকারের তালা ভেঙে ফ্যান, ব্যাগ, পোশাক, থালাবাসনসহ বিভিন্ন জিনিসপত্র চুরি হয়ে গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর