বুধবার, ৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

আরও ৭ মৃত্যু, ৫১৫ রোগী শনাক্ত

২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩২৫টি নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণে দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৫১৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮৯৪ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩২৫টি নমুনা পরীক্ষায় ৫১৫ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ৩৬ শতাংশ। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৩১৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৯৮ হাজার ৬৯১ জন। মারা গেছেন ৮ হাজার ৪২৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১২ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচজন ছিলেন পুরুষ ও দুজন নারী। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে পাঁচজন ছিলেন ষাটোর্ধ্ব, একজন পঞ্চাশোর্ধ্ব ও একজনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এর মধ্যে তিনজন ঢাকা ও চারজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন।  বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্তের তথ্য জানানো হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর