বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

মার্চে ফের বাড়ছে করোনা সংক্রমণ

২৪ ঘণ্টায় শনাক্ত ৬১৪, মৃত্যু ৫

নিজস্ব প্রতিবেদক

মার্চ মাসের শুরুতেই দেশে করোনাভাইরাস সংক্রমণ হার ফের বাড়তে শুরু করেছে। নমুনা পরীক্ষায় মার্চের প্রথম দিনেই ৪ দশমিক ৩১ শতাংশ শনাক্ত হারের তথ্য জানানো হয়, যা ছিল ৪১ দিনের মধ্যে সর্বোচ্চ। পরদিন শনাক্তের হার ছিল ৩ দশমিক ৩৬ শতাংশ। ফেব্রুয়ারি মাসে এর চেয়ে বেশি শনাক্তের হার ছিল মাত্র দুই দিন। গতকাল শনাক্তের হার ছিল ৩ দশমিক ৭৪ শতাংশ। ফেব্রুয়ারি মাসে এর চেয়ে বেশি শনাক্তের হার ছিল না এক দিনও। এদিকে সংক্রমণ হার বাড়ার সঙ্গে সঙ্গে রোগী শনাক্তের সংখ্যাও বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিনে শনাক্তের হার ছিল ২ দশমিক ৮৭ শতাংশ। নতুন রোগী শনাক্ত হয় ৩৮৫ জন। সংক্রমণ হার বাড়ার পাশাপাশি প্রায় ৩ হাজার নমুনা পরীক্ষা বাড়ানোয় গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে ৬১৪ জন। এ সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৪১৪টি। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গেছেন পাঁচজন। সুস্থ হয়ে উঠেছেন ৯৩৬ জন। গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৯৩০ জন। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৪২৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৯৯ হাজার ৬২৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১৮ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ। গত একদিনে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন ছিলেন পুরুষ ও একজন নারী। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। মৃতদের প্রত্যেকের বয়স ছিল ৬০ বছরের বেশি। এর মধ্যে তিনজন ঢাকা ও দুজন ছিলেন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্তের তথ্য জানানো হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর